টঙ্গী গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন কুনিয়া তারগাছ এলাকায় ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গতকাল রোববার সকালে স্থানীয় সংবাদ কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সাইফুল ইসলাম দুলাল বলেন, বিগত ১৪ই মে রোজ শনিবার জাতীয় দৈনিক পত্রিকাসহ ও অনলাইন নিউজ পোর্টালে “অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের তান্ডব ২৪ ঘটনার পরও অধরা” শিরোনামে প্রকাশিত সংবাদে আমি ও আমার ছেলে মোঃ সাব্বির ইসলাম রাজকে জড়িয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোচড় হয়। সংবাদে আমি ও আমার পরিবারে ব্যাপক সুনাম ক্ষুন্ন হয়েছে। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হইয়া পরিবারের সুনামকে নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত নানা প্রকার অপ-প্রচার লিপ্ত রয়েছে। প্রকৃত পক্ষে এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি বিভিন্ন সময়ে প্রতিবাদ করে আসছি। আমি ও আমার পরিবারের সদস্য কোন ধরণের বেআইনী কার্যকলাপের সাথে যুক্ত কখনো ছিলাম না। আইন সৃঙ্খলা বাহিনীর প্রতি প্রকৃত অপরাধিদের অতি দ্রæত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহŸায়ক সাদ্দাম হোসেন তনময়, হাজী মোঃ নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান শহীদ, এনামুল হক, হাজী মোঃ বাচ্চু মিয়া, ময়নুল ইসলাম, আয়ুব আলী, জাহাঙ্গীর আলম, হাজী আব্দুল জলিল মিয়া প্রমুখ। এসময় মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা মামলা নং-১১ তাং-১৩-০৫-২০২২ইং আমার ভাগিনা মনির হোসেন এর উপর কিশোর গ্যাংয়ের হামলায় আমি মামলার বাদী। আমি সবার সম্মুখে উল্লেখ করছি গত ১৪ই মে ২০২২ দুইটি জাতীয় দৈনিকে ৩৭নং ওয়ার্ডের কিশোর গ্যাং সংক্রান্ত যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি অংশে উল্লেখ করা হয় কিশোর গ্যাং এর সদস্যরা কাউন্সিলর আলহাজ¦ সাইফুল ইসলাম দুলাল এর ছেলে সাব্বির ইসলামের অনুসারী। আরো উল্লেখ করা হয়েছে সাব্বিরের ছত্রছায়ায় কিশোর গ্যাং সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। এমনই আরো অসত্য ও মিথ্যা কিছু তথ্য দেয়া হয়েছে। এসব তথ্য কে বা কারা দিয়েছে সেটা আমাদের জানা নেই।
ওই হামলায় সাব্বিরের কোন সম্পৃক্ততা নেই বা মামলায় তাকে আসামীও করা হয়নি। মূলত মামলাটি অন্যদিকে প্রবাহিত করতে এমন একটি চক্রান্ত করা হয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মামলায় উল্লেখিত আসামিদের দ্রæত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply