1. haimcharbarta2019@gmail.com : haimchar :
গাজীপুরে শীতার্তদের মাঝে আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের কম্বল বিতরণ - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪০ অপরাহ্ন

গাজীপুরে শীতার্তদের মাঝে আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১১৯ Time View

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ-

গাজীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতেই দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শুরু করে ফাউন্ডেশনটি।

বুধবার দুপুরে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় গাজীপুর মহানগর যুবলীগ আহ্বায়ক ও আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলের বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য এবি এম.আবুল কাসেম মন্ডল, বাসন থানা যুবলীগ নেতা,আব্দুল হালিম মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগ নেতা,পাপেল সরকার, শ্রমিক নেতা আবদুর সুবাহান,যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির,যুবলীগ নেতা সোহরাব হোসেন, মোহাম্মদ আলী,জহিরুল ইসলাম জহির, মিজানুর রহমান, সুমন,রবি,আব্দুল হালিম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে গাজীপুর মহানগর যুবলীগ আহ্বায়ক ও আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, প্রতিটি সন্তানের কাছে তার বাবা হিরো আমার কাছেও আমার বাবা হিরো। আমার বাবাকে জন্মের পর থেকেই দেখে আসছি অসহায় মেহনতী মানুষের কল্যাণে কাজ করে। বাবার আদর্শকে বুকে ধারণ করে মেহেনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি এক রাসেলের পক্ষে সম্ভব নয় সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই সকলকে অনুরোধ করছি যে যার স্থান থেকে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews