হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোলকাপ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, খেলাধুলা পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা শিশুদের শারিরীক ও মানসিক ভাবে গড়ে তুলতে এ আয়োজন করেছেন। খেলাধূলায় পারে বিশ্বের কাছে অতি সহজে পরিচিতি অর্জন করতে। শনিবার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন অনুষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মামুন খানের পরিচালনা বক্তব্য রাখেন প্রধান পরেশ চন্দ্র, সুজন চন্দ্রসহ শিক্ষকবৃন্দ। উদ্বোধনীয় খেলায় অংশ নেয় নয়ানী লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ৬ নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।