মেহেদী হাসানঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পাড়পাড়া এলাকায় বিবদমান জমিতে ঘর তুলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ শাহবাজপুর এলাকার আব্দুর রশিদের পুত্র খোরশেদ আলম খোকনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পাড়পাড় এলাকায় রোববার দুপুরের দিকে। খোরশেদ আলম পাড়পাড়া এলাকার জামাই বলে জানাগেছে। এ ব্যাপারে পাড়পাড়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে সোহান মিয়া বলেন,আমাদের নামে পাড়পাড়া মৌজার বিআরএস ২৫,৮৫ নং খতিয়ান ভুক্ত বিআরএস ২০৭ নং দাগের জমিতে খোরশেদ আলম খোকন মিয়া আজ রোববার দুপুরে ঘর তুলতে আসে। পরে আমরা ৯৯৯ ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু এসত্তেও খোরশেদ আলম খোকন পুুলিশ উপস্থিতেই ঘর তুলতে থাকে। তিনি আরও বলেন,বিবদমান ওই জমির উপর আমার মা, হনুফা বেগম বাদী হয়ে এলাকার আব্দুল গফুর সহ খোকনের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে,বর্তমানে মামলা চলমান রয়েছে। এছাড়া ওই জমির উপর নিষেধাজ্ঞা মামলাও রয়েছে। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওই জমিতে জোর করে ঘর তুলায় আমারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত খোরশেদ আলম খোকন বলেন,বিবদমান ওই জমি আমি আব্দুল গফুরের কাছ থেকে কিনে নিয়েই সেখানে ঘর তুলতে আসি।
Leave a Reply