কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলায় হাজীগঞ্জ টু কচুয়া ঢাকা সড়কের বিশ্ব রোডে প্রাইবেটকার আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়,নোয়াখালী থেকে ছেড়ে আসা প্রাইবেটকারটি কচুয়া বিশ্বরোড আসলে অপরদিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,এতে করে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।১জন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছেন,অপরদিকে বেশি গুরুতর আহত দুই জনকে কুমিল্লা কুচাইতুলি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন,মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সাব্বির হোসেন (১৮)মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ সোহেল হোসেন (১৮) তাদের বাড়ি কচুয়া উপজেলা ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, প্রাইবেটকারটি ও চালককে আটক করা হয়েছে।
ছবিঃ কচুয়া প্রাইবেটকার আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের একাংশ।