1. haimcharbarta2019@gmail.com : haimchar :
কচুয়া থানার বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৫ - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৮ অপরাহ্ন

কচুয়া থানার বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৫

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৪ Time View

কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, কচুয়া থানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই(নিঃ)/মোঃ সুদীপ্ত শাহীন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে কুমিল্লা টু চাঁদপুর মহাসড়কে খাজুরিয়া বাস ষ্ট্যান্ড এর সামনে থেকে বাস তল্লাশি করে আসামী জাহানারা বেগম প্রঃ জানু (৩৮), স্বামী-নুর আলম, সাং-কানচনি বাজার, থানা ও জেলা-লক্ষীপুর, এ/পি সাং-শান্দিসকড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ও সহযোগী ধৃত আসামী স্বপন (১৯), পিতা-হারুন মিয়া, সাং-বৌদ্দারখিল, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদের নিকট হইতে ১০ কেজি গাঁজা একই স্থান হইতে সিএনজি গাড়ী তল্লাশি করে আসামী মোঃ মিলন কাজী (৪২), পিতা-মৃত ইউসুফ কাজী ও ধৃত আসামী মোঃ রিপন খাঁন (২১), পিতা-কাঞ্চন খান, উভয় সাং-পলাশপুর, থানা-কাউনীয়া, জেলা-বরিশালদের নিকট হইতে ০৭ কেজি গাঁজা এবং কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ খাজুরিয়া টু পয়ালগাছা কলেজ রোডের সোহাগ ইলেক্ট্রনিক এন্ড ভেরাইটস স্টোর এর সামনে থেকে আসামী মহসিন (৪০), পিতা-মৃত মোমিন মিয়া, সাং-কংগাইশ, থানা-হাজীগঞ্জ, এদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, উদ্ধারন করেন কচুয়া থানার পুলিশ ।এবিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই,সে অনুসারে তাদের কে আমাদের ফোর্স তল্লাশি করে তাদেরকে গ্রেফতার করত সক্ষম হই,আমরা মাদকের বিরুদ্ধে সবসময় জিরু টলারেন্সে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এমনকি সফলও হচ্ছি।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করে আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
ছবিঃ কচুয়া থানার বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃৃত আসামী দের একাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews