-কচুয়া চাঁদপুর প প্রতিনিধি//
চাঁদপুরের কচুয়া উপজেলার বায়েক মোর মায়ের দোয়া স’মিলের সামনে ঢাকা টু কচুয়া রোডস্থ মালবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। নিহত চালক মোঃ শফিকুল ইসলাম (২৮) পিতা-আবুল হাশেম,সাং হোসাইন নগর,থানা-বাখের হাটি,জেলা-কেন্দুয়া নেত্রকোনা।
এ দিকে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালাতক অবস্থায় রয়েছেন বলে স্হানীয় লোকজনের কাছ থেকে জানাযায়।
তবে স্হানীয় লোকজন বলছেন যে ঢাকা টু কচুয়া হাইওয়ে রোডের মোর গুলোতে কোন আইল্যান্ড না থাকায় প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় সাধারণ জনগণসহ,চালকগন দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন।
তাই স্হানীয় লোকজন প্রশাসনের দৃষ্টি কামনা করছেন বায়েক নয় ঢাকা টু কচুয়া রোডস্থ সকল মোর গুলোতে যেন দ্রুত আইল্যান্ড স্হাপনার জন্য জোড়ালো ভাবে দাবী করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: রাহাত আইটি লিঃ
Leave a Reply