1. haimcharbarta2019@gmail.com : haimchar :
ঐতিহ্যবাহী সংবাদ এর আয়োজনে চাঁদপুরে সাহিত্য আড্ডা ও মতবিনিময় - হাইমচর বার্তা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

ঐতিহ্যবাহী সংবাদ এর আয়োজনে চাঁদপুরে সাহিত্য আড্ডা ও মতবিনিময়

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬৩ Time View

মোঃ আরিফুল ইসলাম।
বাংলাদেশের মুখপত্র স্লোগানে এগিয়ে চলা ঐতিহ্যবাহী প্রাচীন পত্রিকা সংবাদ-এর চাঁদপুর পরিবারের আয়োজনে সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ মার্চ শনিবার বিকাল ৪ টায় সাহিত্য একাডেমী চাঁদপুরে এই সাহিত্য আড্ডা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক কাজী শাহাদাত।

তিনি বলেন, লেখকের লেখনী যখন সংবাদ এর সাহিত্য পাতায় প্রকাশ পায় তখন লেখকরা সাহিত্য চর্চায় আরো অনুপ্রাণিত হয়। আর এমন গঠনমূলক কাজটি দীর্ঘকাল যাবৎ ধারাবাহিকতারসহিত ধরে রেখেছে সংবাদ। সাংবাদিক তৈরির কারখানাও বলা চলে সংবাদ কে। হাজারো পত্রিকার ভীড়ে সংবাদ এখনো তার পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। যার উজ্জ্বল উদাহরণ হচ্ছে নিয়মিতভাবে সংবাদ এর সাহিত্য পাতাটি প্রকাশ পাওয়া। সর্বপরি সাহিত্য আড্ডার মতো এমন একটি আয়োজন করায় সংবাদ পরিবার চাঁদপুরের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্বে এবং তারুণ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি শ্যামল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, কবি ও প্রাবন্ধিক ডা: পীযূষ কান্তি বড়ুয়া, ছড়াকার ও সাংবাদিক আলম হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ছড়াকার এস আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ফরিদ হাসান ও চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি লেখক মাইনুল ইসলাম মানিক।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবাদ এর চাঁদপুরের হাজীগঞ্জ সংবাদদাতা সুজন দাস। বক্তারা সাহিত্য আড্ডায় তাদের বক্তব্যে সাহিত্যে ঐতিহ্যবাহী প্রাচীন পত্রিকা সংবাদ এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং পরে স্থানীয় সাংবাদিক কবির হোসেন মিজিসহ অন্যরা মনমুগ্ধকর কবিতা ও ছড়া পাঠ ও বিই বিতরণের মাধ্যমে আড্ডা জমিয়ে তুলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews