ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন গঠনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুর নেছা’র সঙ্গে এসোসিয়েশনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’র স্বপ্নদ্রষ্টা খাদিজা তাসনীম ও আহ্বায়ক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শামীম হাসান এবং সদস্য সচিব নাজির হোসেনের পরিচালনায় ইউএনও তাসলিমুর নেছা’র সঙ্গে সাক্ষাৎ করেন।
ফরিদগঞ্জ উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের ঐক্যবদ্ধতা দেখে তিনি বলেন, আপনারা কাজ চালিয়ে যান, আপনাদের যেকোন কাজে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশনের সদস্য মহিউদ্দিন রিমন, ফজলে রাব্বি, তাহসিন মিলন, ওসমান গনি রণি, ইকবাল গাজী, তৌহিদুর রহমান রণি প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট (শুক্রবার) বিকালে ফরিদগঞ্জ এ.আর পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন গঠনের লক্ষে উপজেলার প্রায় (৩২)টি সেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে পারস্পরিক মত বিনিময়ের মধ্যে ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’ এর আত্মঃপ্রকাশ ঘটে।