মতলব প্রতিনিধিঃ
নাছরিন সুলতানা অফিসার ইনচার্জ
সারা দেশে ১২৭০ আইএফ আইসি শাখা নিয়ে প্রতিবেশী হয়ে আমরা ছড়িয়ে পড়েছি জেলা উপজেলায়, আপনার গ্রাম গঞ্জে , পাড়ায় সুদক্ষ কর্মী বাহিনী ও সার্বক্ষণিক ব্যাংকিং প্রযুক্তিতে মাধ্যমে স্বতন্ত্র প্রোডাক্ট সেবা নিয়ে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছি মতলব দক্ষিণ সম্মানিত গ্রাহকদের কে উপশাখায় , আপনাদেরকে সাথে নিয়ে শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক হওয়ায় গৌরব অর্জন করেছি আমরা এই আনন্দ এক সাথে উদযাপন করতেই আমরা আয়োজন করছি আই এফ আইসি মধুমাস উৎসব পালিত করছি , আরো উপস্থিত ছিলেন মহিন উদ্দিন আহমেদ ট্রেনিং এসিস্টন, অফিসার, ফাহিমা আক্তার কনা মার্কেটিং অফিসার , সোবাহান অফিস সহকারী , আরো উপস্থিত ছিলেন রিয়াদুল আলম রিয়াদ, সম্মানিত গ্রাহক, আরো উপস্থিত ছিলেন সম্মানিত গ্রাহক নিপা গ্রাহক সাংবাদিক প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন ,,
Leave a Reply